ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর দেখা যাবে না মালিঙ্গাকে

|

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন লঙ্কান পেস বোলার লাসিথ মালিঙ্গা। আইপিএলে গেল ১২ বছর ধরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। বাংলাদেশের লিগ বিপিএলে খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। এমন খবর নিশ্চিত করেছেন মালিঙ্গা নিজেই।

শ্রীলঙ্কান এই পেস বোলারের এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। গণমাধ্যমকে তারা জানান, পরিবারের সাথে আলাপ করেই লাসিথ মালিঙ্গা এমন সিদ্ধান্ত নিয়েছে। সে এখন থেকে আর কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবে না।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ১৭০ উইকেট শিকার করেন মালিঙ্গা। বিপিএলে তিনি খেলেছেন খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের হয়ে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব মিলে ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট শিকার করেন শ্রীলঙ্কার এই পেস বোলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply