দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা

|

দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা

মাঘের কনকনে বাতাসে সারা দেশে শীতের দাপট। সূর্যের উত্তাপ কম থাকায় উত্তর আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে রাত পোহাতে হচ্ছে তাদের।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে। এর ফলে উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে সূর্য ডোবার পর ঘন কুয়াশায় কারণে কমে আসছে দৃষ্টিসীমা। কুয়াশায় গত কয়েক দিন ধরেই মাঝরাতে বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রধান দুই নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি পারাপার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply