চীনে ৪ হাজার ধারণ ক্ষমতার ‘কোয়ারেনটাইন সেন্টার’ তৈরি

|

চীনে ৪ হাজার ধারণ ক্ষমতার 'কোয়ারেনটাইন সেন্টার' তৈরি

চীনের শিজিয়াঝুয়াং শহরে ৪ হাজার ধারণ ক্ষমতার ‘কোয়ারেনটাইন সেন্টার’ তৈরি করলো চীন।

দেশটির স্বাস্থ্য কমিশন বলছে, মঙ্গলবার একদিনে ১১৮ জনের শরীরে শনাক্ত হয় কোভিড নাইনটিন। ১০৬ জনই স্থানীয় ভাবে সংক্রমিত; জিলিন-হিবেই প্রদেশের। রাজধানীতেও শনাক্ত হয়েছে একজন।

১৪ দিনের পরিবর্তে ২৮ দিন কোয়ারেনটাইন ব্যবস্থা চালু করবে চীন। এরমধ্যে, ১৪ দিন হাসপাতালে, পরের এক সপ্তাহ হোম আইসোলেশন এবং বাকি এক সপ্তাহ থাকবেন স্বাস্থ্য তদারকিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply