মার্চ-এপ্রিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

|

Dr. Enam

মার্চ-এপ্রিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বলেন, এক্ষেত্রে চীনের সহযোগিতায় প্রত্যাবাসন গতি এসেছে।

সচিবালয়ে ভার্চুয়াল বৈঠকে রোহিঙ্গাদের চীনের জরুরী খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। জানান, বাংলাদেশ প্রায় ৮ লাখ ২৯ হাজার রোহিঙ্গার তালিকা করেছে। এর মধ্যে সাড়ে ৫ লাখের তালিকা মিয়ানমারে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মিয়ানমার তালিকা থেকে যাচাই বাছাই করে ৪১ হাজার ৭১৯ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এক্ষেত্রে চীন নতুন করে এগিয়ে আসায় প্রত্যাবাসন প্রক্রিয়া আগের চেয়ে সহজ হবে বলে জানান মন্ত্রী।

ভার্চুয়াল বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বন্ধু দেশ হিসেবে এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদি চীনের রাষ্ট্রদূত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply