সিরিয়ার হোমস শহরে জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠানে বিস্ফোরণ

|

সিরিয়ার হোমস শহরে জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠানে বিস্ফোরণ

সিরিয়ার হোমস শহরে ‘রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহ’ প্রতিষ্ঠানে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় মেলেনি হতাহতের খবর।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৭টি ট্যাংকারে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকারগুলো থেকে অপরিশোধিত জ্বালানি খালাসের সময়ই ছড়িয়ে পড়ে তেল। যা, আগুনের সংস্পর্শে এসে ঘটে বিস্ফোরণ।

কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে চলছে তদন্ত। জঙ্গি সংগঠন- আইএস আত্মগোপনে রয়েছে, এমন এলাকাগুলো থেকে জ্বালানি উত্তোলন এবং সরবরাহ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply