আগামীকাল আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা: স্বাস্থ্য সচিব

|

আগামীকাল আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা: স্বাস্থ্য সচিব

আগামীকাল দুপুর দেড়টায় ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

বুধবার সকালে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ, পরিকল্পনা ও অ্যাপস নিয়ে বৈঠক শেষে তিনি একথা জানান। প্রাথমিকভাবে ভ্যাকসিন প্রয়োগের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং চার সপ্তাহের বিরতিতে টিকার ২য় ডোজ দেয়া হবে জানান সচিব।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রথম দিনে টিকা দেয়া হবে সিভিল সোসাইটির ২০ থেকে ২৫ জনকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত-মৈত্রীতে ৪শ’ থেকে ৫শ’ জনকে ভ্যাকসিন দেয়া হবে। নতুন হিসাবে কেবল হাসপাতালগুলোতে দেয়া হবে টিকা।

আগামী ২৩ জানুয়ারি করোনা টিকা সংক্রান্ত অ্যাপস তৈরির কাজ শেষ হবে বলেও জানান আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম জিয়াউল আলম। ২৫ জানুয়ারি অ্যাপসটি হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply