ফোন করে খনির ভেতরের ভয়াবহতা জানালেন চীনের স্বর্ণখনিতে আটকা পড়া শ্রমিকরা

|

ফোন করে খনির ভেতরের ভয়াবহতা জানালেন চীনের স্বর্ণখনিতে আটকা পড়া শ্রমিকরা

চীনের স্বর্ণখনিতে আটকা পড়া শ্রমিকদের সাথে ফোনে কথা বলার পর, তাদের জীবিত উদ্ধারে আরও আশাবাদী হয়ে উঠেছে উদ্ধারকারীরা। সোমবার সংবাদ সম্মেলনে ফোনকলের বিষয়ে জানান শাংডং প্রদেশের কর্মকর্তারা।

খাবার ও ওষুধ ব্যবহারের পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেন শ্রমিকরা। তবে খনির ভেতর বিষাক্ত ধোঁয়া আর পানির উচ্চতা বাড়ছে বলে জানান তারা। আটকে পড়া শ্রমিকদের বের করে আনতে চলছে নানা ধরনের তৎপরতা। খনির বিভিন্ন অংশে তৈরি করা হয়েছে ছয়টি ছিদ্র। এগুলো আরও গভীর করার কাজ চলছে। তবে এখনও নিখোঁজ ১০ জনের কোনো সন্ধান মেলেনি।

গত ১০ জানুয়ারি শাংডং প্রদেশের ইয়ানতাই শহরের খনিটিতে বিস্ফোরণের পর বন্ধ হয়ে যায় বের হওয়ার রাস্তা। আটকা পড়ে ২২ শ্রমিক। এ ঘটনায় আটক করা হয়েছে খনি ম্যানেজারসহ কয়েকজনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply