তীব্র শীতে বরফ জমেছে সাহারা মরুভূমিতে

|

তীব্র শীতে বরফ জমেছে সাহারা মরুভূমিতে

প্রকৃতির খেয়ালি আচরণের সাক্ষী হলো সাহারা মরুভূমি। তীব্র শীতে বরফ জমে গেছে মাইলের পর মাইল মরুভূমি এলাকায়।

চলতি সপ্তাহে সাহারার আলজেরিয়া অংশে দেখা যায় বিরল এ দৃশ্য। তুষারপাতও হয়েছে দেশটির নামা প্রদেশে।

আবহাওয়াবিদরা জানান, পৃথিবীর অন্যতম উষ্ণ জায়গা হিসেবে পরিচিত সাহারা মরুভূমির অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে হিমাংকের ৩ ডিগ্রি নিচে। এতে মরুভূমির বালুর ঢিবিগুলো শুভ্র বরফে ঢেকে গেছে। আলজেরিয়ার নামা প্রদেশ সাহারার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এলাকাটিতে, গত ৫০ বছরে মাত্র তিনবার তুষারপাত হয়েছে।

এদিকে তীব্র শীতে গেলো সপ্তাহে সৌদি আরবের মরুভূমিতেও তুষারপাত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply