অবহেলিত মান্তা সম্প্রদায়ের মধ্যে প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

|

পটুয়াখালী প্রতিনিধি

জলে জন্ম, জলেই মৃত্যু; এমনকি মৃত্যুর পর লাশও ভাসিয়ে দেয়া হয় নদীতে। এমন সম্প্রদায়ের নাম মান্তা। দেশের পিছিয়ে পড়া সবচেয়ে অবহেলিত এই সম্প্রদায়ের মধ্যে মানবিক সহায়তা হিসাবে শীতবস্ত্র বিতরণ করেছে পটুয়াখালীর পুলিশ প্রশাসন।

মঙ্গলবার দিনভর যোগাযোগ বিচ্ছিন্ন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে মান্তা জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে উত্তরণ ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে চরমোন্তাজ স্লুইস গেট সংলগ্ন নদী তীরে ১৩৬ মান্তা পরিবারের ৪০০ সদস্যকে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

এসময় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষে পরিচালক কে এম মাহফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে দক্ষিণের এই জনপদে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই শীত বস্ত্র পেয়ে মহাখুশি মান্তা জনগোষ্ঠীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply