সাড়ে ৮ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

|

রাজবাড়ী প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌ট দি‌য়ে পুনরায় ফেরি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বেলা ১১টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরু‌টে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে নৌ-দুর্ঘটনা এড়া‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তের সড়‌কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে‌ অ্যাম্বুলেন্স, যাত্রীবা‌হি বাস, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশো যানবাহন। এছাড়া সিরিয়াল আট‌কে ও শী‌তে চরম ভোগা‌ন্তি‌তে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোর‌শেদ আলম জানান, সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থা‌কে। রাত আড়াইটার দি‌কে কুয়াশার ঘনত্বের কারণে নদীপথ অস্পষ্ট হ‌য়ে ওঠায় নৌ-দুর্ঘটনা এড়াতে এরু‌টে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেন। কুয়াশার ঘনত্ব কমে আসায় মঙ্গলবার বেলা ১১টার দি‌কে পুনরায় ফেরি চলাচল শুরু হ‌য়। বর্তমানে এরু‌টে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply