সুদানে মাসালিত নৃগোষ্ঠী সাথে যাযাবর দলের সংঘর্ষে ৮৩ জন নিহত

|

সুদানের দারফুরে দুই জাতিগোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৮৩ জন। রোববার নিহতের সংখ্যা নিশ্চিত করেন দেশটির চিকিৎসকদের জাতীয় কমিটি- CCSD।

কমিটি জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১৬০ জনের বেশি আহত হয়েছেন। আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়ায় মাসালিত নৃগোষ্ঠী এবং আরব যাযাবর দল। সীমান্ত এলাকার পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী এগিয়ে এলে, হামলায় আহত হন তারাও। এসময় বহু ঘরবাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

গত ডিসেম্বরেই ১৩ বছর পর দারফুর ত্যাগ করলো জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এবং আফ্রিকান ইউনিয়নের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। কারণ সুদানের এ অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত ২৫ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply