করোনার নতুন প্রজাতির সংক্রমণ রোধে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাজ্যের

|

করোনার নতুন প্রজাতির সংক্রমণ রোধে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাজ্যের

করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ রোধে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাজ্য। আগামী সোমবার থেকে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শুক্রবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

মূলত শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই অন্যান্য দেশ থেকেও সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে লাগবে কোভিড-১৯ নেগেটিভ সনদ। এরপরও জরুরি প্রয়োজনে কেউ ব্রিটেনে প্রবেশ করলে তাকে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply