কালিগঞ্জে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

|

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহত একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬০) ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর স্থানীয় ইমরান আলীর ছেলে আব্দুল কালাম কথা কাটাকাটির এক পর্যায়ে একজনকে ধাক্কা দেয়। এরপর শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। এ সময় নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।

এদিকে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নিহতের ছেলের দাবি মারামারির সময় তার পিতা স্ট্রোক জনিত কারণে মারা গেছেন।

কালীগঞ্জ থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply