গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনার দায়ী: বিএনপি নেতা দুলু

|

স্টাফ রিপোর্টার:

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গণতন্ত্রের প্রধান হাতিয়ার নির্বাচন। সেই নির্বাচনকে ধ্বংস করেছে নির্বাচন কমিশনার। ২০০৮ সালে শামছুল হুদা, ২০১৪ সালে রাকিব গং, ২০১৮ সালে নুরুল হুদা এই তিন নির্বাচন কমিশনার ভোটের অধিকার এবং গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী। তাই তাদের গ্রেফতার করে জনতার আদালতে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। নির্বাচন কমিশন এতোটাই ব্যর্থ যে প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। ইতোমধ্যেই ২ জন কাউন্সিলর প্রার্থী খুন হয়েছেন। তারপরও নির্বাচন কমিশন জাতীর ঘাড়ে চেপে বসে আছে। এসময় তিনি গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনারদের পদত্যাগের আহবান জানান।

শুক্রবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে দলের নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন দুলু। পৌর বিএনপি নেতা মুরাদুজ্জামান সৌরভের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply