ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১২ জনের মরদেহ শনাক্ত

|

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১২ জনের মরদেহ শনাক্ত

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলটসহ এখন পর্যন্ত মাত্র ১২ জনের মরদেহ শনাক্ত করা গেছে। বৃহস্পতিবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ‘এপি’।

প্রতিবেদনে বলা হয়, বাকিদের পরিচয় শনাক্ত আরও ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। উদ্ধারকারী দলের প্রধান জানান, বিমানের বাকি ধ্বংসাবশেষ এবং নিখোঁজ যাত্রীদের মরদেহের সন্ধানে এখনও চলছে অভিযান।

এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার কারণ নিয়ে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স থেকে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধান পেলে তদন্তের কাজ আরও সহজ হবে। তবে ২৭ বছরের পুরনো বিমানটি উড্ডয়নের সময় যান্ত্রিক কোন ত্রুটি ছিলো না বলে জানিয়েছে শ্রী-বিজয়া বিমান কর্তৃপক্ষ। যদিও, নয় মাসের মধ্যে বিমানটির কোন সার্ভিসিং করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply