ইন্দোনেশিয়ার সুলাভেসি’তে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন

|

ইন্দোনেশিয়ার সুলাভেসি’তে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগে আহত ৬ শতাধিক। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বিবৃতি অনুসারে, ভোররাত ১টা নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। গভীর ঘুমে থাকায়, অনেকেই চাপা পড়েন ঘরবাড়ির নীচে।

তবে, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়দফা জোরালো ভূমিকম্পের শঙ্কা রয়েছে। প্রাণভয়ে, এলাকাটি ছাড়ছেন হাজার-হাজার মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাজেনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে এবং ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিলো উৎপত্তিস্থল।

উদ্ধারকর্মীদের দেয়া প্রাথমিক তথ্য অনুসারে, মাজেনে শহরেই প্রাণ হারিয়েছেন ৪ বাসিন্দা, আহত ৬৩৭ জন। ধ্বংসস্তুপে পরিণত হওয়া ঘরবাড়িতে এখনো বহু মানুষ আটকা। পাশের শহর মামুজু’তে মারা গেছেন বাকি ৩ জন; সেখানেও ডজনখানেক মানুষ আহত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply