ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ

|

ফাইল ছবি।

বেনাপোল প্রতিনিধি:

ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস এর উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধসহ ডব্লিউ -এ- ৬৬০৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকসহ ওষুধ ফেনসিডিলের মূল্য ১৭ লাখ টাকা বলে কাস্টমস সূত্র জানায়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, তার কাছে একটি গোপন খবর আসে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে।

এমন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমাসহ একটি দল টার্মিনালে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধসহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply