স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একটি মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এ বছরের প্রবীন, বিধবা, স্বামী নিগ্রিহীতা, প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটিতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় বিভিন্ন জেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, শুধুমাত্র ভাতার ওপর নির্ভরশীল হওয়া যাবে না। পাশাপাশি নিজেদেরও কিছু কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না। সরকারের পাশাপাশি এবিষয়ে অবস্থাসম্পন্নদের এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি উপকারভোগীর কাছে ভাতা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

সামাজিক নিরাপত্তার আওতায় এই ভাতা এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply