বন্যা: কৃষির জন্য তেমন ক্ষতিকর হবে না

|

ষড় ঋতুর দেশে প্রকৃতির গতিবিধির সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে কৃষিকাজ। বংশ পরমপরায় সঞ্চিত সেই জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ কৃষক, যারা ঝড়-বৃষ্টি-খরার হিসেব নিকেষ করেই নিজের ও দেশের মানুষের খাবার যোগান দিয়ে আসছে।

এবার বৃষ্টির পরিমান তুলনামূলক বেশি। সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন স্থানে বাধভেঙ্গে প্লাবিত হয়েছে বিস্তির্ণ অঞ্চল। এতে কৃষির জন্য তেমন কোনো ক্ষতিকর হবে না। বরং নদীসহ উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পানিতে কিছুটা হলেও লবণাক্ততা কমবে বলে দাবি সরকারি সংস্থার। তবে চলতি মাসের মাঝামাঝি বড় বন্যার শঙ্কা রয়েছে।

চলতি বর্ষায় তুলনামূলক বাড়তি বৃষ্টিতে বেশিরভাগ নদী টুইটম্বুর। ডুবেছ আবাদী জমি, ফসলের মাঠ। তবে এতে খুব বেশি দু:চিন্তার কারণ নেই বলে জানান বিশেষজ্ঞরা। ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ায় সোনালী আশ-পাটের ফলন ভাল হবে। নদ-নদীতে মাছের উৎপাদন বাড়বে অভিমত তাদের।

যমুনা অনলাইন- এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply