আল কায়েদার নতুন ঘাঁটি ইরান: মাইক পম্পেও

|

আল কায়েদার নতুন ঘাঁটি এখন ইরান বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

মঙ্গলবার ওয়াশিংটনের এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সাথে পরমাণু চুক্তির সময় থেকেই জঙ্গিগোষ্ঠীটির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় তেহরানের বলে দাবি করেন পম্পেও। যদিও নিজের বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।

মাইক পম্পেও বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের মদদদাতা ইরান, এখন আল কায়েদার ঘাঁটি। অপকর্মের অংশীদার তারা। জঙ্গিদের সুরক্ষা দিচ্ছে। ফলাফলস্বরূপ বিন লাদেনের তৈরি গোষ্ঠীটি আবার শক্তি ও ক্ষমতা অর্জন করছে। আইমান আল জাওয়াহিরির ডেপুটিরা স্বাভাবিকভাবেই জঙ্গিবাদের চর্চা করছে সেখানে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply