নিয়োগ নিয়ে বিরোধ, রাবি উপাচার্যের বাসভবন ত্যাগ করেছেন আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মৃত্যুবরণ করায় মানবিক দিক বিবেচনায় গেটে লাগানো তালা খুলে নেয় তারা। তবে, নতুন করে তালা দেয়া হয়েছে প্রশাসনিক ভবনের সামনে।

মঙ্গলবার সকাল আটটার পর তারা প্রশাসনিক ভবনের মূল গেটে তালা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান। এরআগে চাকরি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার রাতে উপাচার্যের বাসভবনে তালা দেন বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার সেকশন অফিসার পদে কেন একজনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দাবি জানান, সায়ত্ত্বশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবি তাদের।

এরইমধ্যে ভিসি-প্রোভিসি’র সাথে অনানুষ্ঠানিক আলোচনায় মন্ত্রণালয়ের নির্দেশে নিয়োগ বন্ধ রাখার প্রতিবাদ জানায় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply