ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

|

বিদ্রোহ উস্কে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এর ফলে দু’বার অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প।

ক্যাপিটল হিলে সহিংসতা ইস্যুতে, সোমবার তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয় পার্লামেন্টের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদে। প্রস্তাবের ওপর ভোট হবে মঙ্গলবার। এর আগে, ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্যহীন এবং বিপজ্জনক রাষ্ট্রপ্রধান আখ্যা দেন স্পিকার ন্যান্সি পেলোসি।

ন্যান্সি পেলোসি বলেন, বর্তমান প্রেসিডেন্টের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি আসন্ন বলেই তড়িঘড়ি ব্যবস্থা নিতে হচ্ছে।

জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ২০১৯ সালে কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প। সেসময় রিপাবলিকান অধ্যুষিত উচ্চকক্ষে চূড়ান্ত অভিশংসন এড়ালেও, এবার ট্রাম্পের বিপক্ষে তার দলেরই অসংখ্য আইনপ্রণেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply