মেসির চেয়ে এগিয়ে রোনালদো

|

ফুটবল ক্যারিয়ারে সব মিলিয়ে ৭৫৯ গোলের মালিক হয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে নতুন এই রেকর্ড স্পর্শ করেছেন সাসুয়োলোকের বিপক্ষে ম্যাচে স্কোর করে।

রোববার, ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সাসুয়োলোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। আর সেই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে তিনি স্পর্শ করেছেন ইয়োসেপ বিকান নামের এক স্ট্রাইকারের রেকর্ড। ৭৬ বছর আগে বিকান ছেড়েছিলেন পেশাদার ফুটবল। তাকে স্পর্শ করতে ৫৪২ ম্যাচ বেশি খেলতে হয়েছে রোনালদোকে।

পর্তুগিজ এই তারকার শুরুটা হয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ গোল করেছিলেন রোনালদো। আর ইতালিয়ান সিরি আর চলতি মৌসুমে জুভদের জার্সিতে তার গোল সংখ্যা এখন ১৫। লিগে এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ১৩টি ম্যাচ।

পর্তুগিজ এই ফুটবল স্টারের ঠিক পেছনেই রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত টানা ১২ বার লিগে ১৫ বা এর চেয়ে বেশি গোল করেছেন মেসি। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির গোল সংখ্যা ১৭


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply