জাভা সাগরের গভীরে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ২টি ব্ল্যাকবক্স শনাক্ত

|

জাভা সাগরের গভীরে শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ২টি ব্ল্যাকবক্স। সোমবারের মধ্যেই সেসব উদ্ধারে আশাবাদী ডুবুরিরা।

উদ্ধারকারী সংস্থার প্রধান বিবৃতিতে জানিয়েছেন, ফ্লাইট ডেটা এবং ভয়েস রেকর্ডার থেকে দুর্ঘটনার মূল কারণ জানা যাবে। তিনি এটাও বলেন, এখন পর্যন্ত ৬২ আরোহীর কারো সন্ধান মেলেনি।

দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ। তবুও বন্দরে অপেক্ষায় রয়েছেন আত্মীয়-স্বজনরা। এর আগে রোববার রাতে বিমানের চাকা, ইঞ্জিন এবং লেজের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

শনিবার জাকার্তা থেকে বেলা ২টা ৩৬ মিনিটে পান্তিয়ানা শহরের উদ্দেশ্যে রওনা হয় শ্রী-বিজয়া এয়ারের বিমানটি। উড্ডয়নের চার মিনিটের মাথায় ‘বোয়িং সেভেন থ্রি সেভেন- ফাইভ হান্ড্রেড’ মডেলের উড়োজাহাজটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় কন্ট্রোল টাওয়ারের। বিমানটিতে ছিলেন শিশুসহ ৫০ যাত্রী এবং ১২ জন ক্রু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply