ময়মনসিংহে ডোপ টেস্ট কার্যক্রম শুরু

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজনে মাদকাসক্ত শনাক্তকরণের জন্য ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

রোববার বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, ডিএনসি এর উপ-পরিচালক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

এসময় সন্দেহভাজন কয়েকজনকে ডোপ টেস্ট করালে তিন জনের পজিটিভ আসে। পরে প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে এ কার্যক্রম চলমান থাকবে এবং পরবর্তীতে পজেটিভ শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় জেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply