বরখাস্তকৃত ওসি প্রদীপের জামিন আবেদন নাকচ

|

দুর্নীতি মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন। এই মামলায় ৭ জানুয়ারি জামিন আবেদন করেন প্রদীপ।

আজ শুনানির দিন ধার্য ছিলো। দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। দু’পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালত।

১৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ২৩ আগস্ট দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় চুমকিকে। তিনি এখনও পলাতক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply