‘দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ প্রমাণ করে আ’লীগের অবস্থান ঠুনকো’

|

জি এম কাদের: ফাইল ছবি।

ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ এবং ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্যই প্রমাণ করে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান ঠুনকো হয়ে যাচ্ছে।

রোববার দুপুরে বনানীতে সাংগঠনিক সভায় এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, দলীয় প্রধান যতদিন আছেন, ততদিনই দল থাকবে। এর বেশি নয়। ১৯৯১ সালের পর সংবিধানে ৭০ ধারা সংযোজন করে বিএনপি-আওয়ামী লীগ মিলে দেশে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র কায়েম করেছে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, সরকারের স্বদিচ্ছা না থাকার কারণেই আইন থাকার পরও সেসব কার্যকর হচ্ছে না, বন্ধ হচ্ছে না ধর্ষণ-খুনের মত অপরাধ। যে উন্নয়ন আমাদের শান্তি দেয় না, স্বস্তি দেয় না, সেই উন্নয়নের দরকার নেই। আমরা সুশাসনের উন্নয়ন চাই বলেও জানান বাবলু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply