মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়

|

মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে দারুণ জয় পেলো কাতালান জায়ান্টরা। গ্রানাদাকে হারালো ৪-০ গোলে। এ জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের দেখা পেলো বার্সা। ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠলো রোনাল্ড কোমানের দল।

গ্রানাদার মাঠ স্তাদিও নুয়েভো লস কার্মেনেসে শেষ সফরটা সুখকর ছিলোনা বার্সেলোনার। হেরেছিলো ২-০ গোলে। এবার প্রতিশোধ তুলে নিতে গ্রানাদার আতিথ্য নেয় কাতালানরা। লা লিগায় শেষ ২ ম্যাচে জয় বার্সাকে পয়েন্ট টেবিলে অনেকটা ওপরে তুলে এনেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামে লিওনেল মেসিরা।

ম্যাচে পাওয়া প্রথম সুযোগই কাজে লাগায় বার্সা। ১২ মিনিটে অসাধারণ নৈপুণ্যে অতিথিদের গোলখাতা খোলেন ফরাসি খেলোয়াড় আঁতোয়া গ্রিজম্যান। পরের গোলটি আসে ম্যাচের ৩৫ মিনিটে। গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়ান লিওনেল মেসি।

প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত আক্রমণে ছিল বার্সা। ৪২ মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করে কাতালানদের স্কোর ৩-০ করেন বার্সা অধিনায়ক মেসি। বিরতির পর ফিরে রক্ষণভাগে কিছুটা মনোযোগী হয়ে ওঠে বার্সা। স্কোর বাড়াতেও চলে আক্রমণ।

৬৩ মিনিটে ডান দিক থেকে দেম্বেলের চিপ করে বাড়ানো বল ডি-বক্সে নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ করেন গ্রিজমান। ৬৫ মিনিটে মেসিকে তুলে কোচ মাঠে নামান ব্রাথওয়েটকে। এরপর অবশ্য বার্সাও আর গোলের দেখা পায়নি।

আসরে এই নিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইলো স্প্যানিশ ক্লাবটি। টানা তিনটিসহ জয় ছয়টি, ড্র দুটি। ১৮ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। অন্যদিকে ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে গ্রানাদা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply