বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা কিম জং উনের

|

বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসে তিনি বলেন, দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পাবে পিয়ংইয়ংয়ের কাছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্কও বাড়ানোর তাগিদ দেন তিনি। এ বছরই ক্ষমতায় বসার এক দশকপূর্তি হবে তার।

কংগ্রেসে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোরও ঘোষণা দেন কিম জং উন। পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপের মুখেই এই ঘোষণা এলো কিম জং উনের পক্ষ থেকে।

কংগ্রেসে দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, সার্বভৌমত্ব রক্ষার কারণেই পরমাণুসহ সব ধরণের অস্ত্রের সক্ষমতা বাড়ানো হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply