লেবাননে ফের ২৫ দিনের লকডাউন ঘোষণা

|

ছুটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানন।

আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এই লকডাউন শুরু হবে। দেশজুড়ে চলা লকডাউনের সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে। লকডাউন চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে আবারও দেশে দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে। আক্রান্ত মানুষ ও রোগী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করায় ব্রিটেন ও স্কটল্যান্ডে নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে চলতি সপ্তাহে। আর ভাইরাসের সংক্রমণ বাড়ায় নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply