জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের মধ্যবর্তী দলবদল, আবারও মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন

|

জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের মধ্যবর্তী দলবদল। আবারও বার্সেলোনা ছাড়ার গুঞ্জন লিওনেল মেসির। কাতালান ক্লাবটিতে থাকতে হলে বেতন কমাতে হবে, সম্ভাব্য প্রেসিডেন্টের এমন মন্তব্যে মেসির বার্সেলোনা অধ্যায় শেষ দেখছেন অনেকেই। এদিকে য়্যুভেন্টাস তারকা পাওলো দিবালাকে নিতে লড়াই চলছে ম্যানচেস্টার ইউনাইটে ও টটেনহ্যামের মধ্যে।

আসন্ন মধ্যবর্তী দলবদলে পছন্দের ফুটবলারকে দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। যেখানে বড় চমক আসতে পারে ইউরোপিয়ান ফুটবলে। আর সেটি বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে নিয়ে। এই আর্জেন্টাইনের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ডানা মেলেছে নতুন করে। ক্লাবটির সভাপতি প্রার্থী এমিলি রোসাদ ঘোষণা দিয়েছেন,বার্সেলোনায় থাকতে হলে বেতনে ছাড় দিতে হবে মেসিকে। আর তাতেই মেসির ম্যানসিটিতে যোগ দেয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

দলবদল নাম লেখাতে যাচ্ছেন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। গ্রীষ্মের দলবদলে য়্যুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহ্যামে পাড়ি জমাতে পারেন তিনি।

এদিকে পিএসজির দ্বায়িত্ব নিয়ে দল গঠনে চোখ নতুন কোচ মরিসিও পচেত্তিনোর। ইংলিশ ফুটবলার দেলে আলী তার প্রথম পছন্দ। এছাড়া এভারটন ফুটবলার ময়সে কিনকে ৩১ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে পিএসজি।

এদিকে সাবেক টটেনহ্যাম তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনকে দলে নিতে চায় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এরিকসেনকে পেতে এরইমধ্যে প্রস্তাবও দিয়েছে ইন্টার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply