সরকার কি বলল তা নিয়ে মাথাব্যথা নেই, অনুমোদনের এক মাসের মধ্যেই টিকা আনবো: পাপন

|

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

বাংলাদেশে অনুমোদনের এক মাসের মধ্যেই ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সে অবস্থান ও চুক্তির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছে বেক্সিমকো।

তিনি বলেন, সচিব বা সরকার কি বলল না বলল সেটা আমার জানা নেই, ওটা নিয়ে আমার মাথাব্যথা নেই। ঔষধ প্রশাসন অনুমোদন দেয়ার এক মাসের ভিতরেই আমরা টিকা আনবো বাংলাদেশে। যত দ্রুত ঔষধ প্রশাসন অধিদফতর এটি অনুমোদন করবে বাংলাদেশ ততই এগিয়ে থাকবে।

নাজমুল হাসান বলেন, সেরামের সাথে চুক্তি অনুযায়ী জি-টু-জি’র কোনো বিষয় নেই। বাংলাদেশে ভ্যাকসিনটি সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে বেক্সিমকো ফার্মাকে। সে অনুযায়ী সেরামের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বেক্সিমকো।

রফতানিতে নিষেধাজ্ঞার প্রভাব আগের করা চুক্তিতে পড়বে না বলেও জানান নাজমুল হাসান। তিনি বলেন, নিষেধাজ্ঞার আগেই সেরামের সাথে তিন কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি হয়েছে। তাই পরবর্তীতে সমস্যা হলেও তিন কোটি ডোজের ক্ষেত্রে কোনো বাধা নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply