রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে পুনরায় চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

|

রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে পুনরায় চালু এবং অধিগ্রহণকৃত কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে, পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ।

আজ সোমবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। চীন সরকার কর্তৃক প্রস্তাবিত সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে এবং শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ প্রস্তাবিত ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে পাটকল আধুনিকায়ন ও চালুর প্রস্তাব জানায় সংগঠনটি।

বিশ্বব্যাপী পাটশিল্পের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যেন কিছু আমলা ও স্বার্থান্বেষী মহলের ভুল পদক্ষেপে ধ্বংস না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপের অনুরোধ জানান সংগঠনের নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply