রফতানি না করার শর্তে অক্সফোর্ড’র করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারত

|

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আপাতত রফতানি না করার শর্তে অনুমোদন দিয়েছে ভারত। সোমবার, এসোসিয়েটেড প্রেসকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানান সেরাম ইন্সস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা।

উন্নয়নশীল দেশগুলোর জন্য আগামী কয়েক মাসের মধ্যে এক বিলিয়ন ভ্যাকসিন ডোজ উৎপাদনের কথা সেরাম ইন্সস্টিটিউটের। কিন্তু, পুনেওয়ালার দাবি- মার্চ বা এপ্রিল পর্যন্ত নিজস্ব চাহিদা পূরণের আগে রফতানি না করার শর্তেই রোববার প্রতিষেধকটি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এমনকি, বেসরকারিভাবে বাজারে টিকাটি বিক্রির ওপর দেয়া হয়েছে বিধিনিষেধ।

তিনি জানান-প্রথম ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিক্রি করা হবে ভারত সরকারকে; যার প্রতিডোজের দাম পড়বে ২শ’ রূপি।

এদিকে, টিকা কিনতে বাংলাদেশ, সৌদি আরব, মরক্কোর সাথে চুক্তি হয়েছে সেরাম ইন্সস্টিটিউটের। পুনেওয়ালা জানান, এরমধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশই আগে পাবে ভ্যাকসিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply