নির্বাচনের ফল পাল্টে দিতে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্পের হুমকি

|

মার্কিন নির্বাচনের ফল পাল্টে দিতে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ভোট খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাঁস হওয়া এক ফোনকল রেকর্ডে এমন কথা বলতে শোনা যায় ট্রাম্পের মুখে।

ফাঁস হওয়া এক ফোনকলে ট্রাম্পের মুখে শোনা যায় এমন কথা। প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে অডিওটি। ফোনে জর্জিয়ার কর্মকর্তা ব্র্যাড র‍্যাফেনস্পারজারকে হুমকি-ধামকিও দেন ট্রাম্প। বলেন, ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করতে হবে, যাতে বাইডেনের চেয়ে এক ভোট বেশি পান তিনি। নয়তো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। জবাবে, জর্জিয়ার ফল নির্ভুল বলে দাবি করেন র‍্যাফেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কেবল চাই, ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা হোক। কারণ, আমরাই এই অঙ্গরাজ্যে জয়ী। আপনি জানেন, তারা কি করেছে, অথচ মুখ খুলছেন না। এটা অপরাধ। এর ফলে আপনি আর আপনার আইনজীবী ঝুঁকিতে পড়বেন। আপনি ভোট পুনর্গণনা করতে পারেন, তবে এমন মানুষদের নিয়ে নয়, যারা ফলে পরিবর্তন চান না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply