নতুন বছরের নতুন সুচনা বার্সেলোনার

|

একদিকে লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পুচকে ওয়েস্কার রক্ষণাত্মক ঢং। অন্যদিকে বার্সার সাজানো আক্রমণে শেষ ছোঁয়ার অভাব, এই দুইয়ে মিলিয়ে জয় পেতে দারুণ পরিশ্রম করতে হয়েছে মেসিদের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

২০২১ সালের প্রথম ম্যাচে কষ্টের জয় দিয়ে হলেও শুরুটা খারাপ হলো না স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে দলের হয় একমাত্র গোলটি করেছেন ফ্রেংকি ডি ইয়ং।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচে গোল করতে অবদান রেখেছেন ঠিকই তবে একের পর এক সুযোগ নষ্ট করেছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। তবে ম্যাচের ২৭ মিনিটে গোলের দেখা পায় বার্সা।

বিরতির পরে আক্রমনাত্ব ফুটবল খেলতে থাকে ওয়েস্কা। বার্সেলোনা লিগে শেষ চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয় পেল বার্সেলোনা।

এদিকে দিনের আরেক ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা। আর ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply