ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা

|

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে এভারটন ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড। পয়েন্ট টেবিলের বিচারে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড।

এই ম্যাচে জয় পেলেই টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সমান পয়েন্ট হবে তাদের। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এডিসন কাভানি।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে চেলসির কাছে পয়েন্ট হারানো অ্যাস্টন ভিলা রয়েছে টেবিলের পাঁচ নম্বরে। দু’দলের শেষ দেখায় অবশ্য জয় পেয়েছিলো অ্যাস্টন ভিলা। রাত দুইটায় শুরু হবে দু’দলের লড়াই।

এদিকে দিনের আরেক ম্যাচে মাঠে নামবে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা এভারটন। এই ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে এভারটনের সামনে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়েস্টহ্যামের লক্ষ্য জয় নিয়েই মাঠ ছাড়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply