মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

|

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকা হিজুলীতে।

দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। অপর দুর্ঘটনাটি ঘটে বেলা ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এতে মোটরসাইকেল চালক মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ১৫ জন নির্মাণ শ্রমিক কংক্রিট মিকচার মেশিন পিকআপ ভ্যানে উঠিয়ে গন্তব্য স্থানে যাচ্ছিলেন। হিজুলী আম্বলা কোল্ড স্টোরেজের সামনে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে কয়েকজন শ্রমিক মিকচার মেশিনের তলে পড়ে আহত হন। আহত শ্রমিকদের মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।

তারা হলেন, নির্মাণ শ্রমিক সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৪০)। দুর্ঘটনায় আহতদের মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বুধবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক দুর্ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply