মুন্সিগঞ্জে কর্মজীবী নারীদের মাঝে চেক বিতরণ

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের মিরকাদিমে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবসে উপলক্ষে র‍্যালি ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী নারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের সদর উপজেলার মিরকাদিমের রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নারীদের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। তৃতীয় দফায় ১১০ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৯ হাজার ৬শত টাকা করে ১০ লাখ ৫৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

মিরকাদিম পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।

পৌরসভার সচিব মো. সিদ্দিকির রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, হাজী মনির হোসেনসহ পৌরসভার বিভিন্ন পুরুষ ও নারী কাউন্সিলর বৃন্দ।

এর আগে পৌর আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply