ট্রাম্পের ‘ভেটো’ উপেক্ষা করেই মার্কিন প্রতিনিধি পরিষদে প্রতিরক্ষা বাজেট পাস

|

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভেটো’ উপেক্ষা করেই মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো প্রতিরক্ষা বাজেট। স্থানীয় সময় মঙ্গলবার, উচ্চকক্ষ- সিনেটে হবে ভোটাভুটি।

প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে অগ্রাহ্যের জন্য দুই-তৃতীয়াংশ প্রতিনিধির সমর্থন প্রয়োজন ছিলো। সেখানে, নিম্নকক্ষে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে পড়ে ৩২২-৮৭ ভোট। রিপাবলিকান পার্টিরই ১০৯ সদস্য প্রেসিডেন্টের বিপক্ষে অবস্থান নেন। গেলো সপ্তাহে, ৭৪০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে ভেটো দেন ট্রাম্প।

একইদিন, করোনা প্রণোদনা বিলের অর্থ বাড়ানোর বিষয়েও ভোটাভুটি হয় হাউজে। ব্যক্তি পর্যায়ে প্রত্যেকের প্রণোদনা ৬শ’ থেকে বাড়িয়ে ২ হাজার ডলার করার পক্ষে রায় দেন ২৭৫ আইনপ্রণেতা। ৪০ জনেরও বেশি রিপাবলিকান সদস্য ভোট দেন পক্ষে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply