প্রথম ধাপে পৌরসভা নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬টিতে জয় পেয়েছে আ’লীগ, বিএনপি ২

|

প্রথম ধাপে ২৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে আজ। সবগুলো কেন্দ্রেই ইভিএমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ভোটারদের। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে ১৬টিতে জয়ী আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। ২টিতে এখনো ভোট গণনা চলছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা দাকোপের মেয়রপ্রার্থী। এতে স্থগিত আছে ফলাফল ঘোষণা। এর আগে সকাল ৮টা থেকে পৌরসভাগুলিতে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে।

রাজশাহীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ইভিএম মেশিন ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলিও ছোঁড়ে পুলিশ। এছাড়া বরিশালের উজিরপুর, মানিকগঞ্জ ও চট্টগ্রামের শ্রীমঙ্গলে বিচ্ছিন্ন হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply