বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যমুনার মুখোমুখি ভারতীয় হাইকমিশনার

|

যমুনা টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক মাহফুজ মিশুর সঞ্চালনায় যমুনা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘ইন্ডিয়া: দ্যা নেইবার’-এ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ সোমবার রাত ১১টায় যমুনা টেলিভিশনের পর্দায় বিশেষ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। রোববার বিকেলে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শনে এসে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় দোরাইস্বামী বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যিক, সামরিক, সীমান্তসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। এছাড়াও তিনি তিস্তা চুক্তিসহ আইপিএল-এ বাংলাদেশি খেলায়ারদের অনুপস্থিতি ও বিপিএল-এ ভারতীয় খেলোয়াড়দের না আসা নিয়েও কথা বলেন।

হাইকমিশার এই সময় বাংলাদেশের সাথে চলমান বিভিন্ন ইস্যু নিয়েও মন্তব্য করেন। সেইসাথে বাংলাদেশ-ভারত সম্পর্ক আগামী দিনে বর্তমানের চেয়ে আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply