সাঈদীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গঠনের শুনানি পেছালো

|

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে বকশীবাজার অস্থায়ী আদালতে ঢাকার ১ নম্বর বিশেষ জজ সৈয়দা হোসনে আরা আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন। এ সময় দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এই মামলার অপর আসামি বাচ্চু রাজাকার পলাতক রয়েছে। সেই সাথে জামিনপ্রাপ্ত ৪ আসামিও আদালতে ছিলেন।

২০১০ সালে দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ছিলেন।সেসময়ে ৫ লাখ টাকা বিধি বহির্ভূত প্রতিষ্ঠানে বরাদ্ধ দেন। সেই অভিযোগেই মামলার বিচার কাজ চলছে। সাঈদীর বিরুদ্ধে অর্ধ কোটি টাকার কর ফাঁকির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে বকশীবাজার আদালতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply