বিমানে যুক্ত হলো ড্যাশ এইট ফোর হানড্রেড- ‘ধ্রুবতারা’

|

ড্যাশ এইট ফোর হানড্রেড- 'ধ্রুবতারা'

বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ ড্যাশ এইট ফোর হানড্রেড- ধ্রুবতারা। পরিবেশবান্ধব বিলাসবহুল এই উড়োজাহাজ অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে যাতায়াত করবে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেছেন। বর্তমানে দেশে ১৯টি গন্তব্য যায় বিমান। ড্যাশ এইট যুক্ত হওয়ার পর নতুন মাত্রা যোগ হবে দেশের আভ্যন্তরীণ বিমান ব্যবস্থায়।

এছাড়া ২০টি নবনির্মিত ফায়ার স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং কেরানীগঞ্জ মহিলা কেন্দ্রীয় কারাগার ও ১টি এলপিজি স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply