যুক্তরাজ্য থেকে সৃষ্ট করোনার সংক্রমণ বেড়েই চলেছে

|

বেড়েই চলেছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ। কানাডা, জাপানসহ ইউরোপের নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব।

স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে বেশ কয়েকজন মানুষের দেহে মিলেছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের ভাইরাস। এদের সবাই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছেন।

তবে যুক্তরাজ্যে যাননি এমন এক দম্পতিও আক্রান্ত হয়েছেন কানাডার ওন্টারিও প্রদেশে। জাপানে ইংল্যান্ড থেকে ফেরা ৫ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এরপরই এক মাসের জন্য বিদেশ থেকে আগতদের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে দেশটি।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজারের ওপর।

নতুন সংক্রমণ ৪ লাখ ২৬ হাজারের বেশি। মোট আক্রান্ত ৮ কোটি ৬ লাখ ৬৮ হাজারেরও অধিক। দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। শনিবার দেশটিতে ১৩শ’ ৪৪ জনের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। ১ লাখ ৩৬ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে।

প্রাণহানিতে এরপরের অবস্থানে মেক্সিকো। একদিনে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৫৬৭ জনের। এদিকে রোববার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয়। অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক ও স্বাস্থ্য কর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply