করোনায় বিশ্বে প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি

|

বিশ্বে ৮ কোটি ছাড়িয়েছে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। গেলো ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।

শুক্রবার মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ১ লাখ; মারা গেছেন ১২শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে, ৩ লাখ ৩৮ হাজার।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯শ’ মানুষ মারা গেছে মেক্সিকোতে। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজারের বেশি। এদিন ব্রাজিলে মারা গেছে সাড়ে চারশতাধিক। এছাড়া যুক্তরাজ্য, রাশিয়া এবং ইতালিতে প্রাণহানি হয়েছে ৫ শতাধিক করে মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply