ভারতীয় মিডিয়াকে যা বললেন বাংলাদেশের জামাল ভুঁইয়া

|

মোহামেডানের হয়ে আই লিগ খেলতে কোলকাতায় পৌঁছেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশের ফুটবলের রাজপুত্র জামাল ভুঁইয়া। সেখানে ৮ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। আট দিন পর করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট আসলেই ফুটবল নিয়ে মাঠে নামতে পারবেন জামাল।

জামালকে নিয়ে দারুণ আগ্রহ কোলকাতার মিডিয়ার, তাইতো বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামালকে পেয়েই নতুন এই চ্যালেঞ্জের কথা জানতে চাইলেন তারা। জামালও বলেছেন, মোহামেডানে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য সব সময়ই আমি মুখিয়ে থাকি। আমি উত্তেজিত, মোহামেডানের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন কোলকাতা ও বাংলাদেশ একই তাই এখানে নিজেকে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হবে না। কোয়ারেন্টাইনে থাকায় প্রথম ম্যাচটি হয়তো মিস করবো, তবে পরের ম্যাচ থেকে মাঠে থাকবো আশা করি। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ ১-১ গোলে ড্র করা ম্যাচের প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া করেছেন জামাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply