ইসরায়েল যেসব মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তারমধ্যে পাকিস্তান নেই

|

Prime Minister Benjamin Netanyahu delivers a statement to the press regarding implementing Israeli sovereignty over the Jordan Valley and it's Jewish settlements, in Ramat Gan on September 10, 2019. Photo by Hadas Parush/Flash90 *** Local Caption *** בנימין נתניהו ראש הממשלה ריבונות בקעת הירדן בחירות הצהרה לתקשורת

ইসরায়েল যেসব মুসলিম রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তারমধ্যে পাকিস্তান নেই। বৃহস্পতিবার, তথ্যটি নিশ্চিত করেন ইহুদি মন্ত্রী ওফির আকুনিস।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে আরও দুটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। কিন্তু, কোনটির নাম প্রকাশ করেননি তিনি।

আকুনিস বিবৃতিতে বলেন, এরমাঝে উপসাগরীয় একটি দেশ থাকলেও; সেটি সৌদি আরব নয়। অন্যটি হবে আরও পূর্বের একটি মুসলিম দেশ। বড় দেশ হলেও, তা পাকিস্তান নয়- এমনটা নিশ্চিত করেন আকুনিস।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জারেড কুশনারের মধ্যস্ততায় গেলো কয়েক মাসে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply