চিলি ও মেক্সিকোতে শুরু হলো করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসূচি

|

প্রতীকী ছবি।

লাতিন আমেরিকার দু’দেশ- চিলি ও মেক্সিকোতে শুরু হলো করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসূচি। বৃহস্পতিবার থেকে ফাইজার-বায়োএনটেকের টিকাগ্রহণ করছেন লাতিনরা।

মাত্র একদিন আগেই দেশদুটিতে পৌঁছায় করোনা প্রতিষেধকের প্রথম চালান। দৈনিক প্রাণহানির দিক থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরই মেক্সিকোর অবস্থান। দেশটির রুবেন লেনেরো হাসপাতালের আইসিইউ’তে কর্মরত ফ্রন্টলাইনার্স মারিয়া আইরিন রামিরেজ সর্বপ্রথম গ্রহণ করেন ভ্যাকসিন। ২০২১ সালের প্রথমার্ধেই দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকার আওতায় আনার পরিকল্পনা করে লোপেজ সরকার।

এদিকে, জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার ভ্যাকসিন- স্পুটনিক ফাইভের অনুমোদন দিয়েছে- আর্জেন্টিনা। বৃহস্পতিবার, লাতিন দেশটিতে পৌঁছায় টিকার প্রথম চালান ৩০ হাজার ডোজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply