ফিলিপাইনে এ বছর লকডাউনের মধ্যে অপরিকল্পিতভাবে দু’লাখের বেশি শিশুর জন্ম

|

করোনাভাইরাসের বিস্তার এড়াতে লকডাউনের মধ্যে ফিলিপাইনে এ বছর অপরিকল্পিতভাবে জন্ম হয়েছে দু’লাখের বেশি শিশুর। আভাস, আসছে বছরও দেশটিতে পরিবার পরিকল্পনার বাইরে জন্ম নেবে কমপক্ষে দু’লাখ ১৪ হাজার শিশু।

ইউনিভার্সিটি অব ফিলিপাইনসের জনসংখ্যা ইনস্টিটিউট এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের তথ্যমতে এমনটা জানা যায়। ২০১৫ সালের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে প্রতি বর্গকিলোমিটারে বাস ৭০ হাজারের বেশি মানুষের। জনবাহুল্য ঠেকাতে সরকারি প্রচেষ্টার জেরে, ষাটের দশক থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটিতে মানুষের সংখ্যা বেড়েছে মাত্র তিনগুণ।

পাঁচ দশকে জন্মহার ৬ দশমিক ৪ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক সাত-পাঁচ শতাংশ। তাও অবকাঠামো স্বল্পতায় প্রতি বছর গড়ে ১৭ লাখ শিশুর জন্মও বোঝাস্বরূপ ফিলিপাইনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply